OrdinaryITPostAd

সেহরি কোন খাবারগুলো খাওয়া উচিত ? যে খাবার সারাদিন এনার্জি দেবে

  •  সেহরি কোন খাবারগুলো খাওয়া উচিত ? যে খাবার সারাদিন এনার্জি দেবে 

 সঠিক পুষ্টিকর খাবার আমাদের সারাদিন সুস্থভাবে রোজা রাখতে সাহায্য করে । যার কারনে সেহরির সময় সঠিক খাবার খাওয়া খুবই জরুরি । সেহরিতে এমন খাবার খেতে হবে যা আমাদের শরিরকে সারাদিন এনার্জি দেবে । পুশ্তিকর খাবার খাওয়ায় অনেক সমস্যাও প্রতিরোধ করা সম্ভব ।  


রোজা পালনের জন্য সঠিক খাবার নির্বাচন করা খুবই জরুরি

যেহেতু গরম কাল প্রায় পরেই গেছে , তাই খাবারের বিষয়ে বেশি সতর্ক থাকা দরকার । এমন কিছু খেতে হবে যা শরীরে সারাদিন শক্তি জোগাবে আর পানিশূন্যতা এড়াবে । আসুন যেনে নেই কোন খাবারগুলো আমাদের খাওয়া জরুরি, কোন খাবার বেশি পুষ্টিকর তা সম্পর্কে-

খেজুর-

খেজুর আমাদের শরীরের জন্য অনেক উপকারি । এটি পুষ্টিগুণে ভরপুর । এটিতে প্রাকৃতিক চিনি (যেমনঃ গ্লুকজ, ফ্রুক্টোজ) থাকায় শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে । এটিতে অনেক ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কষ্টকাঠিন্য দূর করে । খেজুরে অনেক পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা পানিশূন্যতা রোধে সাহায্য করে । এটিতে ভিটামিন ও খনিজ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । তায় সেহরিতে আমাদের উচিত একটা করে হলেও প্রতিদিন খেজূড় খাওয়া ।

ফল-

শরিরকে সুস্থ রাখার জন্য ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । ফলে বিভিন্ন রকমের পুষ্টি থাকে । ফল আমাদের শরীরে প্রাকৃতিক ভিটামিন, খনিজ, ফাইবার সরবরাহ করে থাকে । ভিটামিন C ও অন্যান্য উপাদান থাকার কারনে শরীরকে রোগ প্রতিরোধ খমতায় শক্তিশালি করে তোলে । ফল খাওয়ার ফলে হজমে সমস্যা হয়না । যার কারনে সেহরিতে ফল খেলে সারাদিন শরীরে শক্তি থাকবে ।

সবজি-

সেহরিতে সবজি খাওয়া খুবই উপকারি কেননা প্রচুর ফাইবার ও পুষ্টি থাকে । সবজি হজম শক্তি বারায় । তায় ফাইবার সমৃদ্ধ সবজি খেতে হবে । ( যেমনঃ ঢেঁড়স, বাধাকপি, মিষ্টিকুমড়া ) এগুলো খেলে সজমেও সহায়তা হবে । শরীরকে হাইড্রেট রাখে এমন খাবার সেহরিতে খেতে হবে । ( যেমনঃ শসা, টমেটো ) তায় সেহরি শেষে এগুলো খাওয়া অনেক উপকার । সবজিতে অনেক ভিটামিন ও খনিজ থাকার কারনে সারাদিন রোজা থাকা অবস্থায় প্রয়োজনীয় শক্তির যোগান দেয় । অনেক তেল মশলা দিয়ে রান্না করা  সবজি সেহরিতে না খাওয়ায় উচিত কারন সারাদিন রোজা থাকতে সমস্যা হবে ।

রুটি-

রুটিতে থাকে ফাইবার ও কার্বোহাইড্রেট । যার কারনে রুটি সেহরিতে খাওয়া অনেক ভালো । এটি আঁশযুক্ত হওয়ায় ধীরে হজম হয় ও সারাদিন শক্তি ধরে রাখে । রুটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারি কারন এটি ভাতের তুলনায় শরীরে ধিরে শর্করা সরবরাহ করে । এটিতে ভাতের তুলনায় পুষ্টিও অনেক বেশি । তায় আমাদের ভাত না খেয়ে রুটি খাওয়া উচিত । কিন্তু আমরা বাঙালি ভাত ছাড়া কিছু বুঝিনা । আমরা চেষ্টা করবো সেহরিতে ভাত না খেয়ে রুটি খাওয়ার ।

মাংস তবে চর্বি ছাড়া-

সেহরিতে চর্বি ছাড়া মাংস খাওয়া অনেক জরুরি । এটি প্রোটিনের চমৎকার উৎস । শরীরকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখে । শরিরে অনেক পরিমানে আয়রন সরবরাহ করে । যা শরীরে অনেক শক্তির যোগান দেয় । সেহরিতে গ্রিল, সিদ্ধ বা হালকা রান্না করা মুরগি, গরুর মাংস বা মাছ খেলে রোজা থাকা অবস্থায় শক্তি বজায় থাকবে ।

ছোলা-

ছোলা হলো উচ্চ পুষ্টিসম্পূর্ণ একটি খাবার। এটি শরীরের জন্য অনেক উপকারি। এটি অনেক প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার যা আমাদের শরীরে অনেক শক্তি যোগায় । সেহরীতে তাই একটু করে হলেও ছোলা খাওয়া দরকার যা আমাদেরকে সারাদিন রোজা রাখতে সাহায্য করবে ।

পানি -

পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা থাকার সময় এটি শরীরকে হাইড্রেটেড রাখে । রোজা থাকা অবস্থায় আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি যার কারণে সেহরীতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যা আমাদের সারাদিন গরম আবহাওয়ায় লড়তে সাহায্য করবে ।

সেহরী হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে বরকতময় একটি সুন্নত আমল । এটি রোজার একটি গুরুত্বপুর্ন অংশ । এটি সারাদিন অপবাসের জন্য শরীরকে প্রস্তুত করে । তায় সেহরিতে পুষ্টিকর খাবার খাওয়া আমাদের শরিরের জন্য দরকার ।

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url